শিক্ষা বিষয়ক

শিক্ষাদান, পরীক্ষাপদ্ধতি ও অন্যান্য বৈশিষ্ট্য :

কুরআন মাজিদ সহীহ করে পড়তে শেখা ও কুরআন মাজিদের প্রয়োজনীয় অংশ মুখস্থ করার জন্য সতন্ত্র ক্লাসের ব্যবস্থা।
আরবি ভাষা শেখার ও লেখার জন্য সতন্ত্র ক্লাসের ব্যবস্থা।
আরবির সাথে বাংলা, ইংরেজি, গণিত ও অন্যান্য বিষয়ের প্রতি সমানভাবে গুরুত্বপ্রদান করা হয়।
 প্রতিদিনের পড়া এবং প্রয়োজনীয় নির্দেশনা প্রিন্ট করে শিক্ষার্থীদের ফাইলে সরবরাহ করা হয়।
 শিক্ষার্থীদের হাতের লেখা সুন্দর করার জন্য প্রতিদিন স্কুল থেকে হাতের লেখার শীট প্রদান করা হয়।
 প্রতিটি শিক্ষাবর্ষে ৩টি সেমিস্টার পরীক্ষা নেওয়া হয়। এছাড়াও প্রয়োজনমত ক্লাস টেস্ট নেওয়া হয়।
 দুর্বল শিক্ষার্থীদের এগিয়ে নিতে ক্লাসে বিশেষভাবে খেয়াল করা হয়।
 শিক্ষার্থীদের যাতায়াতের জন্য স্কুলের নিজস্ব নিরাপদ পরিবহন ব্যবস্থা।
 সার্বক্ষনিক বিদ্যূৎ সেবার জন্য স্কুলের নিজস্ব জেনারেটর ব্যবস্থা। 
 স্কুলের চত্বর, গেট ও ক্লাস রুম সি সি ক্যামেরার মাধ্যমে নিয়ন্ত্রন করা হয়।
 সাপ্তাহিক ছুটি শুধু শুক্রবার।